Tajim Khan's profile

Adhar Chokhe Jalo Aalo - আঁধার চোখে জ্বালো আলো- Safe BD

দৃষ্টিহীন হয়েও হাজার চোখে আলো জ্বেলেছিলেন লুইস ব্রেইল। আবিষ্কার করেছিলেন ব্রেইল পদ্ধতি। দৃষ্টিহীন ব্যক্তিরা এই পদ্ধতি অনুযায়ী কাগজের উপর হাত বুলিয়ে, পড়তে পারেন। তার সম্মানার্থেই ৪ জানুয়ারি সারাবিশ্বে পালিত হয় ব্রেইল দিবস, আর জানুয়ারি মাস জুড়ে পালিত হয় "ব্রেইল স্বাক্ষরতা মাস"। আসুন আমরা ব্রেইল চর্চা ও শিক্ষার উপর জোর দেই, আলো ছড়িয়ে দেই হাজারও চোখে। সবাইকে বিশ্ব ব্রেইল দিবসের শুভেচ্ছা।

#সেইফ_ইলেকট্রিক্যাল_সল্যুশন
জীবনে যত অন্ধকারই থাকুক না কেন, দৃঢ় মনোবল আর অধ্যবসায় থাকলে আলো আসবেই। দৃষ্টিহীন সুরাইয়া আক্তার বাবলি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় থেকে সম্প্রতি পিএইচডি শেষ করেছেন। আঁধার এই ভুবনে, রঙিন আলো জ্বেলেছেন হাজারো দৃষ্টিহীন মানুষের মনে। আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন!

#সেইফ_ইলেকট্রিক্যাল_সল্যুশন
আমরা যেভাবে স্বচ্ছন্দে কর্মক্ষেত্রে চলাফেরা করতে পারি, একজন দৃষ্টিহীন ব্যক্তি-সহকর্মীও কি সেভাবে কর্মক্ষেত্রে চলাফেরা করতে পারেন? আসুন এই ব্রেইল সাক্ষরতার মাসে, আমরা উদ্যোগ নেই আমাদের কর্মক্ষেত্রগুলো দৃষ্টিহীনদের জন্য সেইফ করে তোলার। নিজ নিজ উদ্যোগে সামান্য ব্রেইল এর উপস্থাপনের মাধ্যমেই আমরা তাদের জন্য আমাদের কর্মক্ষেত্রকে করে তুলতে পারি সেইফ।

#আঁধারচোখেজ্বালো_আলো
#সেইফ_ইলেকট্রিক্যাল_সল্যুশন
দৃষ্টিহীন হয়েও হাজার চোখে আলো জ্বেলেছিলেন লুইস ব্রেইল। আবিষ্কার করেছিলেন ব্রেইল পদ্ধতি। দৃষ্টিহীন ব্যক্তিরা এই পদ্ধতি অনুযায়ী কাগজের উপর হাত বুলিয়ে, পড়তে পারেন। তার সম্মানার্থেই ৪ জানুয়ারি সারাবিশ্বে পালিত হয় ব্রেইল দিবস, আর জানুয়ারি মাস জুড়ে পালিত হয় "ব্রেইল স্বাক্ষরতা মাস"। আসুন আমরা ব্রেইল চর্চা ও শিক্ষার উপর জোর দেই, আলো ছড়িয়ে দেই হাজারও চোখে। সবাইকে বিশ্ব ব্রেইল দিবসের শুভেচ্ছা।

#সেইফ_ইলেকট্রিক্যাল_সল্যুশন
আঁধার চোখে জ্বালো আলো - এই স্লোগানকে ধারণ করে ব্রেইল সাক্ষরতার মাসে দৃষ্টিহীনদের জন্য সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে সেইফ ইলেক্ট্রিক্যাল সলুশ্যন এর একটি মিনি ক্যাম্পেইন।  
Adhar Chokhe Jalo Aalo - আঁধার চোখে জ্বালো আলো- Safe BD
Published:

Adhar Chokhe Jalo Aalo - আঁধার চোখে জ্বালো আলো- Safe BD

Published:

Creative Fields